আকাশের নীলিমায় এই মেঘ এই রোদ্দুর......

প্রিয়ার চাহনি (মে ২০১২)

এই মেঘ এই রোদ্দুর
  • ২৭
  • ৯০
আকাশের নীলিমা তুমি
তোমার আমার নামটাও বেশ হয়েছে
উপরওয়ালা যেন মিলিয়েই পাঠিয়েছেন
প্রকৃতিও যেন হিংসা করে পাছে ।

নীলিমা তোমার চোখগুলো গভীর নীল
আজ আমার মনও বিষাদে ভারাক্রান্ত নীল।

নীল চোখে নীলিমা তুমি তাকিয়ে থাকো
অনাগত দু:স্বপ্নের আকাশে
তোমার পছন্দের সেই নীল আকাশ
আজ বিষাদে রক্তিম লাল হয়ে গিয়েছে ।

তোমার চোখের গভীরতায় পেয়েছিলাম
আমার স্বপ্নের রাজপ্রসাদ
ভেঙে চুরে গেছে আজ আমার
সব আহ্লাদ আর স্বপ্ন-স্বাদ ।

হারিয়ে যাচ্ছে ক্রমশ
জীবন থেকে জীবনবোধ
ঠোঁটের ছোয়ায় আছে যেন বিষাক্ত বিষাদ
স্বাদহীন সব মায়াবোধ ।

প্রতিরোধহীন হতাশায় ডুবে থাকি
যেন স্রোতহীন নদীতে ভেসে যাওয়া জীবন
ভালোবাসা সেও স্বপ্ন দেখা রাত
স্বপ্নের সাগরে হয়ে যায় বিলীন .........

প্রতিবন্ধকতার হাজারো বেড়াজালে
নিজেকে রাখি আটকে
যেন বেঁচে থাকাটাই অর্থহীন
পারিনা যেতে টপকে ... ।

বিষন্নতার কালো ছায়ায় আজ
আমার পৃথিবী অন্ধকার
কেউ বুঝে না নীলিমা আমাকে
অক্ষমতার অপরাধে স্বজন-সমাজ
কানে বাজে সব ঝাঁঝালো কণ্ঠ
প্রকট উত্তাপে-হতাশায় পুড়ে
পীড়িত হই আমি ।

জানিনা এ থেকে কবে আমি পাব পরিত্রাণ
তোমাকে কি দিবো বলো ? এই অক্ষম আকাশ
তোমার আকাশ নিয়তি নিয়ন্ত্রিত মানুষ
আকাশের প্রাপ্তির ঝুলিতে আছে হতাশা
আর অপ্রাপ্তি রঙের রঙ্গিন ফানুস ..............

নীলিমা আজ তোমার চোখে
আর পারিনা থাকতে তাকিয়ে
কেন জানি স্বপ্নের তীর শুধু
গেঁথে যায় এই বুকে সিঁধিয়ে.........

যান্ত্রিক জীবনে কত কিছু যে দেখছি
সব কিছু বদলে যাওয়া
কেমন জানি হাঁশপাঁশ করা হাওয়া ।

তোমার চোখের গভীরে যে শান্তি
আমি খুঁজে পেতাম তা যেন মলিন হয়ে গেছে
প্রকৃতির বৈরী বাতাসের ঝাপটায়......

ক্ষমা করো নীলিমা.........
ক্ষমা করো এই অক্ষম আকাশকে
বেকারত্বের অভিশাপে তোমার আকাশ
আজ জর্জরিত.....অসহায়
স্বজন-সমাজকে যে পারেনি কিছু দিতে
তোমাকে কি দিবে সে?
তাই এসো না আর এই
অক্ষম আকাশের ছায় ।


=======================================

এই সংখ্যায় কি দিব তাই নিয়ে খুবই বিব্রত ছিলাম তাছাড়া কল্পনায় আমার কিছুই আসে না । তাই নিজেকে একজন বেকার ছেলে ভেবে লিখে ফেললাম এই এলোমেলো কবিতাটি.........ভুল ত্রুটি ক্ষমা করবেন ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হাকুশ পাকুশ আমি এর কি কমু যা কওনের অরাই ত সব কইয়া দেছে। আর এই তর টুকটাক লিখা ???
হ.........এইডা কোন লিখা হইল । ধন্যবাদ হাকুশ সুন্দর মন্তব্যের জন্য
মৃন্ময় মিজান পড়লাম। ভাল লেগেছে। বেশ সহজ সরল কথার প্রকাশ।
নিলাঞ্জনা নীল অসাধারণ........ শুধু নিল নিল নিল আমিও নিল :P
নীল নীল.......আকাশ নীল সাগর নীল । ভালবাসি নীল আকাশ । ধন্যবাদ নীলাঞ্জনাপু
তানি হক দারুন লিখেছেন আপু!
মামুন ম. আজিজ বেশ গভীর মন থেক লেখা বেশ কবিতা
শাহ আকরাম রিয়াদ তোমার চোখের গভীরে যে শান্তি আমি খুঁজে পেতাম তা যেন মলিন হয়ে গেছে প্রকৃতির বৈরী বাতাসের ঝাপটায়...... // ভাল লাগল।
আন্তরিক ধন্যবাদ রিয়াদ ভাইয়া
ম্যারিনা নাসরিন সীমা বড় কবিতা কিন্তু পড়তে বড় মনে হলনা । তবে মনটা বিষাদ পূর্ণ হল । চমৎকার লিখেছেন ।
রোদেলা শিশির (লাইজু মনি ) নীলিমা এখন কোথায় .....? কতকাল তার দেখা পাই না ... ! আকাশ তো মুমূর্ষু প্রায় ... ! নেতিয়ে পরেছে মেঘের দল , ... বৃষ্টিরা ও আর আসে না ... ক্যাম্পাসের সিঁড়িতে ! দেখা হলে বলবেন ... তো আপু ....!
আকাশ ব্যাটা ভালই থাকবে..........নীলিমাদেরই কষ্টে থাকতে হয় । সব দায়ভার যে নীলিমাদের বহন করতে । তাদের ভালবাসার কোন দাম নাই............. খুব সুন্দর করে লিখেছেন আপু । ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ
বিন আরফান. মাসা -আল্লাহ ! খুব সুন্দর হয়েছে !! চালিয়ে যান.
অনেক অনেক ধন্যবাদ আরফান ভাইয়া
রোদের ছায়া আকাশ-নীলিমার কাব্য খুব ভালো লাগলো .......অনেক অনেক শুভকামনা /
আন্তরিক ধন্যবাদ রোদের ছায়াপু

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪